Finance

অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে কনসালটেন্ট নিয়োগ পেলো মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং ভারতীয় অর্থনৈতিক অঞ্চল
ছবি: সংগৃহিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ভারতীয় হাই কমিশনার

অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে কনসালটেন্ট নিয়োগ পেলো মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং

Bangladesh Live News | @banglalivenews | 28 Apr 2022, 05:18 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৮ এপ্রিল ২০২২: দেশের জি টু জি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল ‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে ভারতের মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সভাকক্ষে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে ২০১৫ সালের জুন মাসে একটি সমঝোতা স্মারক সই হয়। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে সাব-জোন ১ এ প্রায় ৯০০ একর জমির উপর ভারতীয় অর্থনেতিক অঞ্চল স্থাপনের জন্য ‘মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন’ সংক্রান্ত  একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ভারতীয় বিনিয়োগকারিদের জন্য একটি পৃথক অঞ্চল প্রতিষ্ঠা করা। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৬৪ কোটি ৮৫ লাখ টাকা। প্রকল্পের মূল কাজ  হলো-ভূমি উন্নয়ন, সংযোগ সড়ক, প্রশাসনিক ভবন, নিরাপত্তা ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ অন্যান্য বিনিয়োগবান্ধব স্থাপনা নির্মাণ করা। এর প্রেক্ষিতে এসকল কাজের ডিজাইন ও সুপারভিশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টকে নিয়োগ দেওয়া হলো।

চুক্তিপত্রে বেজার পক্ষে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের পরিচালক মো. মোখলেসুর রহমান এবং ভারতের মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র জেনারেল ম্যানেজার শ্রী নিভাসান চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ফলে দু’দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও অটুট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি জানান, এ অঞ্চলের সফল বাস্তবায়ন করতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024