Finance

প্রস্তাবিত আইন পাস হলে ব্যাংক পরিচালনায় একই পরিবারের চারজন থাকতে পারবেন

প্রস্তাবিত আইন পাস হলে ব্যাংক পরিচালনায় একই পরিবারের চারজন থাকতে পারবেন

| | 08 May 2017, 12:10 pm
ঢাকা, মে ৮ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, আজকে দেশের মন্ত্রীসভা ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত ব্যাংকে একই পরিবারের চারজনকে পরিচালক নিয়োগের বিধান যুক্ত করে আইনটি সংশোধনের জন্য অনুমোদন দেন।

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৭-এর খসড়াটি আজকে নীতিগত অনুমোদন পায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে।

 

এই বৈঠকের সভাপতিত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজকের এই বৈঠক ও এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয় সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

 

এখনকার নিয়ম অনুযায়ী, এই ব্যাংকগুলিতে এক পরিবারের সর্বোচ্চ দুজন পরিচালক হতে পারেন।

 

প্রস্তাবিত এই আইনের পাস হওয়ার পর থেকে দুই থেকে তখন  চারজন পরিচালক হতে পারবেন।

 

প্রসঙ্গত, পরিচালকদের মেয়াদও প্রস্তাবিত আইনে বাড়ানো হয়েছে।
 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024