Finance

সময় অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে রবি’র আইবাডি

সময় অনুযায়ী ইন্টারনেট প্যাক কিনতে রবি’র আইবাডি

| | 11 Aug 2016, 08:24 am
ঢাকা, অগাস্ট ১১: সময়ের হিসেবে ইন্টারনেট কেনার সুযোগ এনে ডাটা সেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনল মোবাইল ফোন অপারেটর রবি।

ইন্টারনেট প্যাক কেনায় দেশে প্রথমবারের মত এমন সেবা আনল অপারেটরটি।

 

আইবাডি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ১০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা বা ১০ ঘন্টা প্যাকেজের যে কোনটি বেছে নিতে পারেন।

 

প্রথমে গ্রাহকদের তাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। এরপর শুধু মিনিট অনুযায়ী ডাটা প্যাক কিনে অ্যাক্টিভ করলেই ডাটা সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহক মাঝে-মধ্যে বা নিয়মিত যেভাবেই ইন্টারনেট ব্যবহার করুন না কেন সবার জন্যই সুবিধাজনক এই আই বাডি অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

 

কী পরিমাণ ডাটা ব্যবহার হলো তা পরিমাপ করার জন্য এমবি ও জিবি’কে মাপকাঠি হিসেবে ব্যবহার করেন তথ্য-প্রযুক্তিবিদরা।

 

এটি প্রযুক্তিগতভাবে পরিমাপের অন্যতম উপায় হলেও সাধারণ গ্রাহকের কাছে অনেক সময় তা ধাঁধার মত লাগে।

 

এছাড়া এর মাধ্যমে তার কী পরিমাণ ডাটা প্রয়োজন এবং বাজারেরর বিভিন্ন প্যাক থেকে কোনটি বেছে নেবেন তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েন গ্রাহকরা।

 

এ সমস্যারই সমাধান নিয়ে এলো রবি’র আইবাডি অ্যাপ্লিকেশন।     

  

গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে।

 

সময়ভিত্তিক এই ডাটা প্যাকে কী পরিমাণ মিনিট অবশিষ্ট আছে তা অ্যাপটিতে দেখানো হবে। ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাপটি গ্রাহককে ইন্টারনেট সংযোগের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে।

 

বিশেষ অফারগুলোর জন্য গ্রাহককে আইবাডি’র উপর নজর রাখতে এবং অ্যাপটি নিয়মিত আপডেট করতে হবে।

 

এ ধরনের উদ্ভাবনীমূলক ডাটা প্যাক ব্যবহারের ফলে গ্রাহক কী ধরণের কন্টেন্ট বা অ্যাপ ব্যবহার করছেন তা নিয়ে ভাবতে হবে না, শুধু সময়ের দিকে খেয়াল রাখলেই চলবে।

 

দেশে ডিজিটাল জীবনধারার প্রসারের সাথে সাথে গ্রাহকদের মাঝে ব্যবহার-বান্ধব ও সহজে বোধগম্য ইন্টারনেট পণ্যের চাহিদা তৈরি হয়েছে।

 

আইবাডি অ্যাপটি সে চাহিদাই পূরণ করছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024