Finance

ডাকছে চট্টগ্রাম: বন্দরনগরীর অদম্য সন্তানদের সম্মাননা জানাবে রবি

ডাকছে চট্টগ্রাম: বন্দরনগরীর অদম্য সন্তানদের সম্মাননা জানাবে রবি

| | 21 Dec 2016, 05:31 am
ঢাকা, ডিসেম্বর ২১ঃ দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড বন্দরনগরীর অদম্য কৃতি সন্তানদের সম্মাননা জানাবে।

চট্টগ্রামবাসীর সাথে রবির উষ্ণ বন্ধনকে উদযাপন করতেই নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর, ২০১৬) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চট্টগ্রামের খ্যাতিমান ব্যবসায়ী, পেশাজীবি, খোলোয়াড়, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, শিল্পী, নারী উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং সাহিত্যিকদের মধ্য থেকে নির্বাচিত বিশিষ্টজনদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা জানানো হবে।


নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ জমকালো এ আয়োজনে উপস্থিত থাকবেন।

বিকাল ৪ টায় শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত চলমান অনুষ্ঠানে, সম্মাননা জানানোর পর্ব থাকবে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।


সম্মাননা প্রদান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে খ্যাতনামা ব্যান্ডদল নগর বাউল (জেমস), অর্থহীন, নেমেসিস, মাইলস, চিরকুট, শূণ্য এবং জনপ্রিয় শিল্পী কনা, এলিটা ও বাপ্পা মজুমদার।


চট্টগ্রামের অসাধারণ কৃতি সন্তানেরা তরুণ প্রজন্মের জন্য নিশ্চিতভাবেই অনুকরণীয়। তাই তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এই সম্মাননা অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এ জন্য রবি ও এয়ারটেল গ্রাহকরা ১৯৯ টাকা রিচার্জ করে অথবা ফোনে রবি বা এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপ ডাউনলোড করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024