Finance

বিশ্বে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের শীর্ষে রবি

বিশ্বে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের শীর্ষে রবি

| | 05 Jul 2016, 10:04 am
ঢাকা, জুলাই ৫: বিশ্বসেরা সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের অনন্য স্বীকৃতি অর্জন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। অনলাইন বিশ্লেষণ প্রকাশক, বিশ্বজুড়ে পরিচিত প্রতিষ্ঠান ‘সোশ্যালবেকারস’ চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০১৬) জন্য রবি-কে এই স্বীকৃতি দিয়েছে।

এর পূর্বেও রবি গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৫) একই স্বীকৃতি লাভ করেছিল। মোবাইল টেলিযোগাযোগ শিল্পে রবি যে ডিজিটালাইজেশনের দিক থেকে এগিয়ে রয়েছে এ ধরনের বৈশ্বিক স্বীকৃতি তারই প্রতিফলন।

 

তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডের র‌্যাংকিং হয়ে থাকে, যেমন- সামাজিক যোগাযোগ প্লাটফর্মে কোম্পানির ফ্যান/ফলোয়ারের সংখ্যা, গ্রাহকের পোস্টের বিপরীতে কোম্পানির রেসপন্সের হার ও সময়; এখানে সময় বলতে রেসপন্স করার গড় সময়কে বোঝানো হয়। ‘সোস্যালি ডিভোটেড’ ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেতে হলে যে কোন ব্র্যান্ডকে ফেসবুক অথবা টুইটারে কমপক্ষে ৬৫ শতাংশ গ্রাহকের প্রশ্নের রেসপন্স দিতে হয়।

 

রবি তার অফিসিয়াল ফেসবুক পেজ “রবিফ্যানজ”-এ ৬০ লক্ষেরও বেশী ফেসবুক ফ্যানস ও গ্রাহকদের কমেন্ট বা পোস্টের রেসপন্স করতে গড়ে ১৫ মিনিট সময় এবং শতকরা ৯৯.৫৯ শতাংশ রেসপন্স রেট নিয়ে এই স্থান অর্জন করেছে। কোম্পানির প্রশিক্ষিত কর্মীরা সপ্তাহে সাতদিনই ২৪ ঘন্টা সঠিকভাবে রেসপন্স করে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রাহক এবং ফ্যানদের সাথে সর্বদা যোগাযোগ বজায় রাখে।

 

রবি বছরজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তার ফ্যানদের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। বিভিন্ন ডিজিটাল কর্মসূচীতে গ্রাহকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ রবিকে অনুপ্রাণিত করেছে। রবি-ই প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিটেকপ্রেমীদের জন্য ভার্চুয়াল রিয়ালিটি গেমস নিয়ে এসেছে। ভ্যালেন্টাইন ডে’তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “প্যারিসে ভার্চুয়ালসাইক্লিং ট্রিপ” নিয়ে চমৎকার উপস্থাপনাও নজরকাড়ে রবি।

 

অনলাইন রেসপন্স রেটের নিয়মিত বেঞ্চমার্কিং ও কাটিং-এজ প্রযুক্তি গ্রহণ, টুলস ও টেকনিক রবিকে গ্লোবাল চার্টের শীর্ষ অবস্থানে নিয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে, সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ড তাদের প্রতিযোগীদের চেয়ে ৩.৫ গুণ বেশি আন্তঃযোগাযোগ বজায় রাখে যা তাদের অনন্য ব্র্যান্ডে পরিণত করে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024