Finance

বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডউইথ কিনতে আগ্রহী সৌদি আরব বাংলাদেশ
পিক্সাবে

বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডউইথ কিনতে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 13 Mar 2022, 07:38 pm

ঢাকা, ১৩ মার্চ ২০২২: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের কাছ থেকে ব্যান্ডউইথ কিনতে আগ্রহী সৌদি আরব।

শনিবার (১২ মার্চ) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে উদ্যোক্তা মহাসম্মেলনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, চলতি মাসের ৩১ মার্চ দেশে ৫জি সেবা বাণিজ্যিকভাবে শুরু হবে। বর্তমানে বাংলাদেশ ২ হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ড ব্যবহার করে। ২০০০ সালে বাংলাদেশ মাত্র সাড়ে ৭ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করত। বাংলাদেশ নিজেদের চাহিদা মিটিয়ে বর্তমানে এ ব্যান্ডউইথ ভারত, সৌদি আরবসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে। আমাদের কাছ থেকে আরও বেশি ব্যান্ডউইথ কিনতে হাতেপায়ে ধরছে সৌদি আরব।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা একটি পরিকল্পনা হতে নিয়েছি। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি স্কুল-কলেজে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এরপর প্রতিটি গ্রামে এবং বাড়িতে বাড়িতে ইন্টারনেটের সংযোগ দেওয়া হবে।

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম মানুষ রয়েছে প্রায় ৭০ শতাংশ। এ বিশাল জনগোষ্ঠী আইটি প্রশিক্ষণ নিয়ে যদি উদ্যোক্তা হতে পারে তাহলে দেশে কোনো বেকার থাকবে না। এজন্য তরুণদের কারিগরিভাবে দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি দক্ষতা অর্জনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৬৪টি জেলা ও ৫০টি দেশের ৬ লাখ তরুণদের নিয়ে টানা ৯০ দিনব্যাপী ১৪টি স্কিলসসহ ১৭টি ব্যাচে ১ হাজার ৫৩১ দিন ধরে অনলাইনে উদ্যোক্তা তৈরি করা হয়। এ উদ্যোক্তা তৈরির কাজটি করেছেন ‘নিজের বলার মতো একটা গল্প’ এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর ইকবাল বাহার জাহিদ।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024