Finance

ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে জটিলতা দূর করতে হবে: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য
ছবি: পিআইডি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মঙ্গলবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে মতবিনিময় করেন

ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে জটিলতা দূর করতে হবে: বাণিজ্যমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 21 Dec 2022, 02:33 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ ডিসেম্বর ২০২২ : ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে জটিলতা দূর করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ভারত বাংলাদেশের ঘনিষ্টবন্ধু রাষ্ট্র এবং বৃহৎ ব্যবসায়ীক অংশীদার। ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এসব পণ্য রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। বাণিজ্য সহজ করলে বাংলাদেশের পণ্য রপ্তানি অনেক বাড়বে এবং উভয় দেশের বাণিজ্য ব্যবধান কমবে।

বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানের পণ্য তুলনামূলকভাবে কম দামে সরবরাহ করতে সক্ষম বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, এজন্য বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দরগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। বাণিজ্য বৃদ্ধির জন্য জটিলতা দূর করতে হবে।

তিনি আরও বলেন, বর্ডারহাটগুলো উভয় দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর মানুষ উপকৃত হয়েছে। এতে করে উভয় দেশের মানুষ খুশি। ভিসা ইস্যু সহজ হলে মানুষের যাতায়াত বাড়বে। এতে উভয় দেশের মানুষ আরও উপকৃত হবে। বাংলাদেশ ভারতের বাজারে পণ্য রপ্তানি বৃদ্ধ করতে আগ্রহী, এজন্য ভারত সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারতের ভালো বন্ধু। ভারত সরকার সব সময় বাংলাদেশকে অধিক গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্য এবং সহযোগিতা বেড়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আকাশপথের পাশাপাশি সড়ক ও নৌপথে যোগাযোগ উন্নত হয়েছে। ভারতে সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ সহজ হয়েছে। ফলে উভয় দেশের ব্যবসা বৃদ্ধি পেয়েছে।

সড়কপথের পাশাপাশি ট্রেন যোগাযোগ স্থাপনের ফলে উভয় দেশের মানুষ উপকৃত হয়েছে উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, রেলপথে কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহনের কারণে উভয় দেশ উপকৃত হয়েছে। এদিকে পেট্রোলিয়ামজাতীয় পণ্য পরিবহনের জন্য পাইপ লাইন নির্মাণ কাজ শেষ। আশা করা যায় আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এ পাইপ লাইন ব্যবহার করা সম্ভব হবে। এতে উভয় দেশের মানুষ উপকৃত হবে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করলে বাংলাদেশ উপকৃত হবে। আশা করা যায় আগামী দিনগুলোতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য এবং সহযোগিতা আরও বাড়বে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024