Finance

এডিপি বাস্তবায়নের কৌশল নির্ধারণে কর্মকর্তাদের নির্দেশ দিলেন হাসিনা

এডিপি বাস্তবায়নের কৌশল নির্ধারণে কর্মকর্তাদের নির্দেশ দিলেন হাসিনা

| | 02 Jul 2017, 11:15 am
ঢাকা, জুলাই ২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন শুরু থেকেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের কৌশল নির্ধারণ করেন।

অর্থবছরের শুরু থেকেই এই পদক্ষেপ নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন হাসিনা।


সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সচিব কমিটির সভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

হাসিনা বলেনঃ "অর্থবছরের শেষদিকে তাড়াহুড়ো না করে বছরের শুরু থেকেই বাস্তবায়নের কৌশল নির্ধারণ করুন। বর্ষা মৌসুমে প্রকল্পের পেপার ওয়ার্ক সম্পন্ন করুন। আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের প্রয়োজন হলে তা দ্রুত করে ফেলুন।"

 

উনি বলেনঃ "পাশাপাশি কাজের গুণগতমানের সঙ্গে কোনো আপস করা যাবে না।”

 

অন্যদিকে, দেশের দুর্নীতি দমনের বিষয় আজ আরেকবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

নিজের সরকারের ক্ষমতায় থাকার সময় বেতন-ভাতা বৃদ্ধির প্রসঙ্গ তুলে দেন উনি।

 

আজকে এই  বেতন- ভাতার প্রসঙ্গ তুলে হাসিনা  দুর্নীতি বন্ধের আহ্বান করেন হাসিনা।

 

"বেতন-ভাতা বাড়ানো হয়েছে, কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে হবে," হাসিনা বলেন।

 

সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেন।

 

সরকারের সর্বোচ্চ আমলাদের সাথে হাসিনা এই সরকারের ক্ষমতায় থাকাকালীন ছিল দ্বিতীয় বৈঠক।

 

নিজের সরকারের দুর্নীতির বিষয় পদক্ষেপের কথা তুলে ধরে, হাসিনা বলেনঃ "দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান সুস্পষ্ট।"

 

হাসিনা বলেনঃ "দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সংশোধন করা হয়েছে। তথ্য অধিকার আইন ২০০৯ এবং জনস্বার্থ-সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন ২০১১ প্রণয়ন করা হয়েছে। প্রণয়ন করা হয়েছে জাতীয় শুদ্ধাচারের কৌশলপত্র।"

 

উনি বলেন যে সরকারের উন্নয়ন কর্মসূচি এমনভাবে গ্রহণ করতে হবে যেভাবে সর্বোচ্চসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।

 

"গ্রাম উন্নয়নের ওপর জোর দিতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে," হাসিনা বলেন।
 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024