Finance

বিদ‌্যুৎ ব‌্যবহারে মিতব‌্যয়ী হন, হাসিনা বলেন দেশের মানুষকে

বিদ‌্যুৎ ব‌্যবহারে মিতব‌্যয়ী হন, হাসিনা বলেন দেশের মানুষকে

| | 13 Aug 2016, 01:25 pm
ঢাকা, আগস্ট ১৩- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের মানুষকে আহ্বান করে বলেছেন যে উনি বিশ্বাস করেন বিদ‌্যুৎ ব‌্যবহারে তারা যেন মিতব‌্যয়ী হন।

আজকে উনি ছয়টি উপজেলার পুরো এলাকায়  বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন।

 

ভিদিও কনফেরেন্সের মাধ্যমে, উনি আজ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন।

 

"বিদ্যুৎ ব্যবহারে সবাই একটু মিতব্যয়ী হবেন, সাশ্রয়ী হবেন," প্রধানমন্ত্রী বলেন।

 

উনি আরও বলেনঃ "তাতে বিলও আপনাকে কম দিতে হবে।”

 

উনি বলেন ওনার সরকারের লক্ষ্য হল ২০২১ সালের মধ্যে দেশের সকল মানুষের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেবেন।

 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024