Entertainment

সুফিয়া কামালের জন্মবার্ষিকী আজ

সুফিয়া কামালের জন্মবার্ষিকী আজ

| | 20 Jun 2013, 01:39 pm
ঢাকা, জুন ২০ ঃ বরেণ্য কবি ও সমাজ সংস্কারক সুফিয়া কামালের ১০২ তম জন্মবার্ষিকী আজ পালন করা হবে।

 প্রগতিশীল চিন্তার মূর্ত প্রতীক সুফিয়া কামাল সামাজিক ভূমিকার ক্ষেত্রে ছিলেন এমন একজন মানুষ, ্যিনি সারা জীবন ধরে মহিলারা যাতে ক্ষমতার অধিকারী হতে পারেন, তার জন্য কাজ করে গেছেন। আবার সাহিত্যকর্মের ক্ষেত্রে বহু অনুজ কবির প্রেরণার কারন হয়েছেন তিনি। 

 
তাঁর প্রথম মুদ্রিত কবিতা,\'বাসন্তী\' প্রকাশ হওয়ার মধ্য দিয়ে ১৯২৬ সালে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন সুফিয়া কামাল। তাঁর প্রথম কবিতাসংকলন,\' সাঁঝের মায়া\' কাজী নজরুল ইসলামের মুখবন্ধসহ ১৯৩৮ সালে প্রকাশিত হয়।
সুফিয়া কামালের অন্যান্য কাব্যগ্রন্থগুলি, যেমন \'মৃত্তিকার ঘ্রাণ\', \'একাত্তরের ডায়েরি\', \'বেনীবিন্যাস সময় তো আর নেই\', \'এ কালে আমাদের কাল\'-এর মধ্যে দিয়ে তাঁর রোমান্টিকতা এবং সমাজ চেতনা পরিস্ফূট হয়ে ওঠে।
 
অসংখ্য সামাজিক কাজে সারা জীবন ধরে যুক্ত থাকা সুফিয়া কামাল দেশের বিভিন্ন সন্ধিক্ষণে, ্যেমন ১৯৪৭, ১৯৫২, ১৯৬১,১৯৬৯ ও ১৯৭১ সালে তাঁর অদম্য সাহস নিয়ে সংগ্রামের পুরোভাগে এসে দাঁড়িয়েছেন।
 
বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতেও তাঁর অবদান ছিল অপরিসীম।\'ছায়ানট\' সংস্থার প্রথম চেয়ারপার্সন ছিলেন তিনি এবং আমৃত্যু তিনি সেই পদে ছিলেন।