Entertainment

পাকিস্তানে মুক্তি পাবে না অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’

পাকিস্তানে মুক্তি পাবে না অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’

| | 12 Feb 2018, 08:24 am
মুম্বাই, ফেব্রুয়ারি ১২ঃ ভারতের মাটিতে মুক্তি পেলেও, পাকিস্তানে মুক্তি পাবেনা ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’।

বলিউডের এই ছবিটি শুক্রবার ভারতে মুক্তি পায়।

 

‘ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী’ ব্লেই নাকি পাকিস্তানে নিষিদ্ধ এই ছবি।

 

তবে, ভারতের বিভিন্ন সমস্যা থাকলেও পাকিস্তানে সহজেই মুক্তি পেয়েছিল পদ্মাবত।

 

ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস  খবরের কাগজের রিপোর্টে বলা হয়েছে  পাকিস্তান ফেডারেল সেন্সর বোর্ডের সদস্য ইশাক আহমেদ জানিয়েছেনঃ "আমরা এদেশে আমাদের চলচ্চিত্র পরিবেশকদের  ছবিটি আনতে দেব না, কেননা এই ছবি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি বিরোধী।”

 

তামিলনাড়ুর সমাজসেবক অরুণাচল মুরুগানাথম-এর জীবনের সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে।

 

অক্ষয় কুমার ও সোনম কাপুর এই ছবিতে অভিনয় করেছেন।

 

নারীদের ঋতু-কালীন স্বাস্থ্যঝুঁকি, পরিচ্ছন্নতা ও সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির গল্প নিয়ে তৈরি এই ছবি রলিজের আগেই আন্তর্জাতিকভাবে সাড়া ফেলেছিল।

 

ছবির পরিচালক হলেন আর বাল্কি।

 

রোববার পর্যন্ত ভারতের বাজারে ছবিটি ৪০ কোটি ভারতীয় মুদ্রা কামিয়ে ফেলেছে।

 

তথ্যটি জানিয়েছেন ভারতের চিত্র সমালোচক তরণ আদর্শ।