Entertainment

ওয়াপ ভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’ নিয়ে এলো রবি

ওয়াপ ভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’ নিয়ে এলো রবি

| | 29 Oct 2016, 01:55 pm
ঢাকা, অক্টোবর ২৯: শ্রোতাদের বৈচিত্রময় ও সমৃদ্ধ সঙ্গীত উপভোগ করার সুযোগ করে দিতে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চালু করেছে ওয়াপ ভিত্তিক মিউজিক পোর্টাল ‘বাজাও’।

রবি গ্রাহকরা ওয়াপ (ডব্লিওএপি) ভিত্তিক মিউজিক পোর্টাল “বাজাও” তে আধুনিক ও চলচ্চিত্রের গান, মরমী, আধ্যাত্মিক ও ব্যান্ড সঙ্গীতের ব্যতিক্রমধর্মী ও বৈচিত্রময় বিভিন্ন শাস্ত্রীয় ঘরাণার সঙ্গীত থাকবে।

 

‘বাজাও’ থেকে গান সরাসরি শোনা যাবে, চাইলে ডাউনলোডও করা যাবে।

 

‘বাজাও’এ শুধুমাত্র রবি ইন্টারনেটে সক্রিয় গ্রাহকরাই সঙ্গীত উপভোগ করতে পারবেন।

 

স্বয়ংক্রিয় নবায়ন সুবিধাসহ সেবাটির জন্য প্রতিদিন মাত্র ২ টাকা সাবস্ক্রিপশন ফি প্রযোজ্য হবে। প্রতিদিন প্রথম তিনটি কনটেন্ট বিনামূল্যে ডাউনলোড করা অথবা শোনা যাবে। ফ্রি কনটেন্টের বাইরে প্রতিটি মিউজিক কনটেন্ট এর জন্য ২ টাকা এবং প্রতিটি প্রিমিয়াম মিউজিক কনটেন্টের জন্য পাঁচ টাকা চার্জ করা হবে। ট্যারিফের উপর ৫% সম্পূরক শুল্ক (এসডি), ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য হবে।

 

এই সেবায় সাবসস্ক্রাইব করতে গ্রাহকদের ‘স্টার্ট বাজাও’ টাইপ করে ১৬২১৪ এ এসএমএস করতে হবে অথবা http://bajao.co/সাইটে ভিজিট করে সাবস্ক্রিপশন লিঙ্কে ক্লিক করতে হবে।

 

এছাড়া এই সেবায় আনসাবস্ক্রাইব করতে ‘স্টপ বাজাও’ অথবা ‘১১১১’ অথবা ‘স্টপ অল’ টাইপ করে ১৬২১৪ এ এসএমএস করতে হবে।