Entertainment

Bangladesh roackstar Ayub Bachchu dies

Bangladesh roackstar Ayub Bachchu dies

Bangladesh Live News | @banglalivenews | 18 Oct 2018, 05:15 am
ঢাকা, অক্টোবর ১৮ঃ বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক বড় নাম আইয়ুব বাচ্চু প্রাণ হারিয়েছেন।

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে যে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ব্যান্ড দল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ভীষণ জনপ্রিয় ছিলেন বাংলাদেশের শ্রোতাদের মাঝে।

 

গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী হিসেবে উনি ছিলেন জনপ্রিয়।

 

মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৫৬।

 

নিজের সংগীত জীবনে, উনি উপহার দিয়ে গেছেন ‘ফেরারী এই মনটা আমার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘চল বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখ গাইতে দেখ’ ্মত গান।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এই শিল্পীর মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন।

 

কলকাতার শিল্পী অঞ্জন দত্ত নিজের ফেসবুক পেজে লিখেছেনঃ "টেরিবল লস... আইয়ুব বাচ্চু...।"

 

বাচ্চুর নামাজে জানাজা কাল শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে  অনুষ্ঠিত হতে চলেছে।

 

সকলের শ্রদ্ধা জানানোর জন্য কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

 

চট্টগ্রামের পৈতৃক নিবাসে এই শিল্পীকে নিয়ে যাওয়া হবে ও সেখানেই মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

Image: Wikimedia Commons