Entertainment

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে পালিত হলো ‘রঙ্গে রঙ্গিন বৈশাখ ১৪২৪’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে পালিত হলো ‘রঙ্গে রঙ্গিন বৈশাখ ১৪২৪’

| | 16 Apr 2017, 09:29 am
ঢাকা, এপ্রিল ১৬ঃ বাংলা নববর্ষ ১৪২৪ সালকে বরণ করে নিতে গত শুক্রবার, এপ্রিল ১৪, ২০১৭ ‘রঙ্গে রঙ্গিন বৈশাখ ১৪২৪’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসরীন আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা); অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, প্রো-উপাচার্য (প্রশাসন); অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, কোষাধ্যক্ষ; অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ডিন, বিজনেস স্টাডিজ অনুষদ ও রবি আজিয়াটা লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ।

 

দিনব্যাপী অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাপাশি সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সংঙ্গীত শিল্পী বালাম ও ব্যান্ড শূন্য। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক ছিল মোবাইল ফোন অপারেটর রবি।