Entertainment

নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছে অভিনেতা ইরফান খানের, জানালেন টুইট বার্তায়

নিউরোএন্ডোক্রাইন টিউমার হয়েছে অভিনেতা ইরফান খানের, জানালেন টুইট বার্তায়

| | 16 Mar 2018, 10:15 am
ঢাকা, মার্চ ১৬ঃ বলিউড অভিনেতা ইরফান খান শুক্রবার তার ভক্তদের জানিয়েছেন যে উনি ‘স্নায়ুকোষে টিউমারে’ ভুগছেন।

নিজের টুইটার পেজে একটি বিবৃতির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন উনি।

 

এই রোগের নাম হল  ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’।

 

নিজের বিবৃতিতে, খান লিখেছেনঃ "হঠাৎ করে ঘটা কোনো ঘটনা আমাদের বড় করে দেয়। কয়েক দিন ধরে ঠিক এটাই হচ্ছে। আমার নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়েছে।"

 

"আমার চারপাশে যত শক্তি এবং ভালোবাসা দেখতে পাচ্ছি, তাতে আশার আলো দেখছি। চিকিত্সার জন্য বিদেশ যাচ্ছি," খান লেখেন।

 

সবাইকে উনি শুভেচ্ছা জানাতে বলেন।

 

শেষে, উনি লিখেছেন আবার অনেক গল্প নিয়ে উনি ফিরে আসবেন।

 

"নিউরো কিন্তু সব সময় ব্রেনসংক্রান্ত বিষয় নয়। রিসার্চের জন্য গুগল করাটা সবচেয়ে সুবিধার। যাঁরা আমার কথার জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের বলব, আমি আশা করছি, অনেক গল্প নিয়ে ফিরে আসব," খান বলেন।

 

৬ মার্চ টুইটারে প্রথমবার খান জানিয়েছিলেন যে উনি বিরল রোগে আক্রান্ত।

 

তবে, সেদিন উনি রোগের নাম বলেনি।

 

বলিউড ও হলিউড মিলিয়ে বহু মনে রাখার মত ছবিতে খান অভিনয় করেছেন।

 

বাংলাদেশের জনতার উনি ডুব ছবিতে অভিনয় করে অবশ্যই মন জয় করেন।