Entertainment

চলে গেলেন বাংলা ছবির অভিনেত্রী সুপ্রিয়া দেবী

চলে গেলেন বাংলা ছবির অভিনেত্রী সুপ্রিয়া দেবী

| | 26 Jan 2018, 10:25 am
কলকাতা, জানুয়ারি ২৬ঃ শুক্রবার চিরকালের ঘুমের দেশে চলে গেছেন অভিনেত্রী সুপ্রিয় দেবী।

কলকাতার চলচ্চিত্র দুনিয়াতে জনপ্রিয় হলেও, সুপ্রিয়া দেবী এই বাংলাতেও সমানভাবে জনপ্রিয় ছিলেন।

 

ভারতের খবরের কাগজ অনুযায়ী, উনি   কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডে নিজের বাড়িতে হৃদরোগে  মারা যান।

 

বার্ধক্যজনিত অসুস্থতায়  উনি বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন।

 

মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৮৩ বছর।

 

ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)  ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন উনি।

 

‘কোমল গান্ধার’ (১৯৬৪), ‘লাল পাথর’,‘ চৌরঙ্গী’ (১৯৬৮) ওনার অভিনয় বেশ কিছু মনে রাখার মত ছবি।

 

১৯৩৫ সালের ৮ জানুয়ারি  জন্মেছিলেন উনি।

 

দীর্ঘ ৫০ বছর ধরে ভারতীয় বাংলা সিনেমায় উনি অভিনয় করেছেন।

 

উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়সহ  বাংলার বিশিষ্ট অভিনেতাদের সঙ্গে দাপটে নিজের অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন উনি।

 

‘সোনার হরিণ’, ‘শুন বরনারী’, ‘উত্তরায়ন’, ‘সূর্য্যশিখা’,‘ সবরমতী’ এর মত বিভিন্ন ছবিতে উনি উত্তমের সাথে অভিনয় করেছিলেন।

 

ওনার মৃত্যুর সাথে বাংলা ছবির একটি স্বর্ণযুগের ইতি ঘটল।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় ওনার মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন।

 

নিজের টুইটার পেজে উনি লেখেনঃ " বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরির (দেবী) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার চলচ্চিত্রের মাধ্যমে আমরা তাকে ভালোবাসার সহিত স্মরণ করবো। তার পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।”