Entertainment

Khalid Hossein passes away

Khalid Hossein passes away

Bangladesh Live News | @banglalivenews | 24 May 2019, 12:06 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৪ : প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী একুশে পদকপ্রাপ্ত খালিদ হোসেন আর নেই। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার রাত ১০.১৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

তার বয়স ছিল ৮৪ বছর। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী খালিদ হোসেন।


ডা. উত্তম বড়ুয়ার অধীনে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হয়। হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এ গুণী শিল্পী। গত ১৪ মে (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হন খালিদ হোসেন।


খালিদ হোসেনের ছাত্র পরদেশী সিদ্দিক বলেন, কিছু দিন আগে স্যার ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। দেশে ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন- তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে।


তিনি বলেন, উনাকে প্রতি মাসে একটি করে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হচ্ছিল। সেটি স্যারের শরীর সহ্য করতে পারছিল না। ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েন।


বুধবার রাতেই হাসপাতাল থেকে শিল্পীর মরদেহ ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে তার বাসায় নিয়ে যাওয়া হয়। শিল্পীর মৃত্যুর সংবাদ পেয়ে শিল্পী ও সংস্কৃতিসেবীরা তার বাসায় গিয়ে শেষ শ্রদ্ধা জানান।