Entertainment

Rishi Kapoor dies

Rishi Kapoor dies

Bangladesh Live News | @banglalivenews | 30 Apr 2020, 04:59 am
ঢাকাঃ বলিউডের প্রিয় 'রাজু', অর্থাৎ সবার মন জয় করা ঋষি কাপুর দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ৬৭ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ মারা গেছেন।

ভারতের সংবাদ মাধ্যম সুত্রে জানা যাচ্ছে গতকাল রাতে ওনাকে এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

 


এক বছর যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা শেষে গত সেপ্টেম্বরে উনি  ভারতে ফিরে এসেছিলেন।

 

ক্যান্সারে আরেক খ্যাতিমান অভিনেতা ইরফান খানের মৃত্যুর থিস একদিন পরে ভারতের মানুষ এই শোকের খবর আজ পান।

 

তবে, শুধু ভারতে নয় বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিলেন উনি।

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিতাভ বচ্ছ বা রজনীকান্ত সকলেই শোক বার্তা জানিয়েছেন কপুরের মৃত্যুতে।

 

শ্রী ৪২০ ছবির জনপ্রিয় গান ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’য় শিশুশিল্পী হিসেবে প্রথমবার দেখা গিয়েছিলে ওনাকে।

 

তারপরে বহু ছবিতে অপভিনয় করেছেন উনি।

 

‘ববি’ চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করেছিলেন কপুর।

 

ওই সময়ের শীর্ষ রোমান্টিক নায়কের একজন ছিলেন উনি।

 

স্ত্রী নীতু কাপুর, ছেলে রনবীর কাপুর ও কন্যা রিদ্দিমাকে ছেড়ে উনি না ফেরার দেশে আজ পারি দিলেন শুধু ভক্তদের জন্য রেখে গেলেন এক ঝুলি ছবি।