Entertainment

চলচ্চিত্রের দুনিয়াতেও দেশকে এগিয়ে জেতে আহ্বান করলেন হাসিনা

চলচ্চিত্রের দুনিয়াতেও দেশকে এগিয়ে জেতে আহ্বান করলেন হাসিনা

| | 24 Jul 2017, 12:12 pm
ঢাকা, জুলাই ২৪ঃ দেশের প্রত্যেক ক্ষেত্রের মত চলচ্চিত্রের দুনিয়াতেও দেশকে এগিয়ে যাওয়ার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উনি বলেছেন যে এই লক্ষ্য পাওয়ার জন্য সরকারীভাবে যা সম্ভব করা হবে।

 

তারকাদের মাঝে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আজ অনুষ্ঠিত হয়।

 

"“সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ," অনুষ্ঠানে বলেন হাসিনা।

 

"এই ক্ষেত্রটাতে যেন আমরা পিছিনে না থাকি। এই ক্ষেত্রটায়ও যেন আমরা আন্তর্জাতিক মানের গড়ে তুলতে পারি," উনি বলেন।

 

হাসিনা বলেনঃ "যা সহযোগিতা দরকার আমি করব," উনি বলেন।

 

উনি সকলকে আহ্বান করেন যে আগামী দিনে যেন বাংলাদেশের চলচিত্র শিল্প আন্তর্জাতিক মঞ্চে দাগ কাটতে সক্ষম হয়।

 

আজকের অনুষ্ঠানে ২৫টি ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীর হাতে পুরস্কার তুলে দেন হাসিনা।

 

অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানকে সম্মানিত করা হয়েছে আজীবন সম্মাননা দিয়ে।

 

শাকিব খান ও মাহফুজ আহমেদ পেয়েছেন সেরা অভিনেতার খেতাব।

 

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন সেয়া অভিনেত্রীর শিরোপা।

 

অন্যদিকে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বাপজানের বায়োস্কোপ ও অনিল বাগচীর একদিন।

 

হাসিনা আজকের মঞ্চে বলেন যে দেশে দক্ষ স্ক্রিপ্ট রাইটারের প্রয়োজন আছে।

 

আধুনিকীকরণের কথা তুলে ধরে, উনি বলেনঃ "হলকে আধুনিক করে দিতে চাই, যেন সিনেমা হলে দর্শক ফিরে আসে।”