Entertainment

চলে গেলেন নায়করাজ রাজ্জাক

চলে গেলেন নায়করাজ রাজ্জাক

| | 21 Aug 2017, 09:27 am
ঢাকা, আগস্ট ২১ঃ নিজের ভক্তদের চোকে পানিতে ভাসিয়ে দিয়ে আজ জনপ্রিয় অভিনয়শিল্পী নায়ক রাজ রাজ্জাক চিরদিনের জন্য চলে গেছেন।

আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে উনি ইন্তেকাল  করেন।

 

মৃত্যুর সময় ওনার বয়স হয়েছিল ৭৬।

 

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে হার্ট অ্যাটাক হওয়া অবস্থায় এই অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

এই জনপ্রিয় অভিনয়শিল্পী স্ত্রী লক্ষ্মী (খায়রুন নেসা), তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট এবং দুই মেয়ে শম্পা ও ময়নাকে রেখে চলে গেলেন।

 

‘কি যে করি’ ছবিতে নিজের অভিনয়ের দক্ষতায় সকলকে মুগ্ধ করার পাশাপাশি পেয়েছিলেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

নিজের অভিনয় জীবনে ৫০০ এর উপএ ছবিতে অভিনয় করেছেন উনি।

 

চারবার তিনি জাতীয় সম্মানে ভূষিত হয়েছেন।

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা অর্জন করেছিলেন ২০১১ সালে।

 

নিজের জীবনে  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরষ্কার বহুবার পেয়েছেন উনি।

 

অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা করেছেন উনি।

 

‘ছুটির ঘন্টা’, ‘রংবাজ’, ‘বাবা কেন চাকর’, ‘নীল আকাশের নিচে’, ‘জীবন থেকে নেওয়া’ ‘পিচ ঢালা পথ’, ‘অশিক্ষিত’, ‘বড় ভালো লোক ছিল’ এর মত বহু ছবিতে উনি অভিনয় করেছেন।

 

১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন উনি।

Image: Wikimedia Commons