Finance

চালের শুল্ক হল ১০ %

চালের শুল্ক হল ১০ %

| | 20 Jun 2017, 11:20 am
ঢাকা, জুন ২০ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি পর্যায়ে আমদানি শুল্ক ১০ শতাংশে নামিয়ে আনার।

এখনও পর্যন্ত দেশে বিদেশ থেকে চাল আনার হলে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হত মানুষকে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ জানিয়েছেন যে দেশের সরকার আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ এবং রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

সচিবালয়ে কম্পিটিশন আইন নিয়ে এক কর্মশালার চলার সময় মন্ত্রী এই কথাগুলি বলেছেন।

 

এই সিদ্ধান্তের ফলে বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি। ইতোমধ্যে সরকারি পর্যায়েও চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আশা করা যায় বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে," মন্ত্রী বলেন।

 

" আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে," মন্ত্রী বলেন।

 

উনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশেই এই পদক্ষেপ।

 

উনি মনে করেন চালের দাম ৬ টাকা পর্যন্ত ক্মে জেতে পারে।

 

হাওর অঞ্চলে বন্যায় ফসল উৎপাদন ব্যাহত হওয়া  ও চাল বাজারের অস্থিরতা কমানোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

 

Image: Wikimedia Commons