Finance

মোবাইল খরচ আরও বাড়বে, চালু হতে পারে ১% সারচার্জ

মোবাইল খরচ আরও বাড়বে, চালু হতে পারে ১% সারচার্জ

| | 30 Mar 2015, 06:50 am
ঢাকা, মাড়ছ ৩০- দেশের মোবাইল ফোন ব্যবহারকারী আগামী দিনে হয়তো একটি বেশি টাকা তাদের পকেট থেকে খরচ করতে হতে পারে যেহেতু সোমবার সরকার মোবাইল সিম ও রিমের ওপর এক শতাংশ হারে উন্নয়ন সারচার্জ ও লেভি আরোপ করবার সিদ্ধান্ত নিয়েছে।

 এই বিষয় মন্ত্রিসভার বৈঠকের সময় ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন, ২০১৫’ এর খসড়ার  চূড়ান্ত   অনুমোদন দেওয়া হয়েছে।

এই বৈঠকের সভাপতিত্বে করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেছেন যে মোবাইল কোম্পানিগুলি গ্রাহকদের কাছ থেকে যে বিল নেয় তার মধ্যে এই নতুন  ১ শতাংশ সারচার্জ যোগ করা হবে ও সরকার এই কোম্পানিগুলির থেকে সারচার্জ আদায় করবেন।

উনি বলেন যে জাতীয় সংসদে আইন পাস হওয়ার পরেই এই নতুন ১ শতাংশ সারচার্জ দেশজুড়ে চালু করা হবে।

চালু হলে, এই পদক্ষেপের ফলে সরকার প্রতি বছরে প্রায় ১৪০ কোটি টাকা রাজস্ব আদায় করতে চলেছে।