Finance

 দেশের ৫০ শতাংশ মানুষ ২০২১ সালের মধ্যে পাবে ব্রডব্যান্ড সংযোগ

দেশের ৫০ শতাংশ মানুষ ২০২১ সালের মধ্যে পাবে ব্রডব্যান্ড সংযোগ

| | 24 Nov 2017, 10:20 am
ঢাকা, নভেম্বর ২৪ঃ ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বলেছেন যে ওনার সরকার আগামী ২০২১ সালের মধ্যে দেশে শতভাগ ইন্টরনেট সংযোগ এবং ৫০ শতাংশ মানুষকে ব্রডব্যান্ড সংযোগের আওতায় আনবার জন্য কাজ করে চলেছে।

ভারতের রাজধানী নিউ দিল্লীতে গ্লোবাল সাইবার স্পেস কনফারেন্সে ‘ব্রিজিং দ্য ডিজিটাল ডিভাইড-এমপাওয়ারিং বাই টেকনোলজি লেড ইনক্লুসিভনেস’ শীর্ষক প্লেনারি সেশনের নিজের বক্তব্য রাখার সময় মন্ত্রী এই কথাগুলি বলেছেন।

 

মন্ত্রী বলেছেনঃ "ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার নির্দেশনায় বাংলাগভনেট, ইনফো সরকার-২ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং ইনফো সরকার-৩ প্রকল্প বস্তবায়িত হচ্ছে।”

 

উনি আরও বলেনঃ "২০২১ সালের মধ্যে সারা দেশকে শতভাগ ইন্টরনেট সংযোগ এবং ৫০ শতাংশ মানুষকে ব্রডব্যান্ড সংযোগের আওতায় নিয়ে আসতে কাজ করছি।”

 

নিজের সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন যে ২০২১ সালের মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং গবেষণা ও উন্নয়ন খাত থেকে সুনির্দিষ্টভাবে ৫ বিলিয়ন ডলার আয় করতে সক্ষম হবে।