Finance

এন্টারপ্রাইজ ব্যবসার জন্য মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সল্যুশন আনল রবি

এন্টারপ্রাইজ ব্যবসার জন্য মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সল্যুশন আনল রবি

| | 25 Dec 2017, 09:15 am
ঢাকা, ডিসেম্বর ২৫ঃ মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সল্যুশন চালুর মাধ্যমে এন্টারপ্রাইজ বিজনেস সল্যুশন’র পোর্টফোলিও আরো সমৃদ্ধ করল মোবাইল ফোন অপারেটর রবি।

এখন থেকে এমডিএম’র মাধ্যমে রবি’র এন্টারপ্রাইজ বিজনেজ গ্রাহকরা তাদের ডিভাইসগুলো নিয়ন্ত্রণের পাশাপাশি কর্পোরেট তথ্যগুলো নিরাপদে রাখতে পারবেন।

 

এই সল্যুশনের মাধ্যমে কোম্পানি প্রদত্ত ফোনের ক্রেডিট সীমার সর্বোত্তম ব্যবহারও নিশ্চিত করতে পারবেন রবি’র কর্পোরেট গ্রাহকরা।

 

এ লক্ষ্যে দেশের শীর্ষ এমডিএম সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান ট্রেন্ডস বার্ড’র সাথে সম্প্রতি একটি চুক্তি সই করেছে রবি।

 

রাজধানীতে রবি কর্পোরেট অফিসে কোম্পানির কানেকটেড বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট জায়েদ সাদাত এবং ট্রেন্ডস বার্ড’র সিইও তানজিল আবেদিন নিজ নিজ প্রমিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।