Finance

Alibaba owns Daraz

Alibaba owns Daraz

Bangladesh Live News | | 08 May 2018, 11:49 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ৯: দক্ষিণ এশিয়ার ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে কিনে নিয়েছে বিশ্বজুড়ে পরিচালিত চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা।

দারাজ বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

জার্মানির কোম্পানি রকেট ইন্টারনেটের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালেও অনলাইনে বিকিকিনি চালিয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই চুক্তির ফলে আলিবাবার অভিজ্ঞ নেতৃত্বে প্রযুক্তি, অনলাইন কমার্স, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকস দ্বারা লাভবান হবে দারাজ, যা নিশ্চিত করবে দক্ষিণ এশীয় এই পাঁচটি দেশের সফল উন্নতি  ও অগ্রগতি।’ তবে ঠিক কি পরিমাণ অর্থের বিনিময়ে আলিবাবা দারাজকে কিনে নিয়েছে তা জানা যায়নি।

 


আলিবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না বলে জানানো হয়েছে।

 

২০১২ সাল থেকে ৪৬ কোটিরও বেশি জনসংখ্যার পাঁচটি দেশে ব্যবসায় পরিচালনা করে আসছে দারাজ গ্রুপ। 

 

Image: Wikimedia Commons