Finance

বিটকয়েন বব্যবহারে সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক

বিটকয়েন বব্যবহারে সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক

| | 28 Dec 2017, 04:21 am
ঢাকা, ডিসেম্বর ২৮ঃ কেন্দ্রিয় ব্যাংক জানিয়ে দিয়েছেন যে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন বাংলাদেশের মাটিতে বৈধ নয়।
এই মুহূর্তে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে বিটকয়েন।


কেন্দ্রিয় ব্যাংক জানিয়ে দিয়েছেন যে বিটকয়েন লেনদেন এই দেশে বৈধ নয়।

বহু দেশে আজ এই মুদ্রা ব্যবহার বেশ জনপ্রিয় হয়েছে।

‘ক্রিপটোকারেন্সি’ নামেও জনপ্রিয় এই কয়েন।

ব্যাংক থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যেহেতু  এই মুদ্রায় লেনদেন অবৈধ বলে আইনি ভিত্তি নেই।

ব্যাংক বলেছে মানুষের ক্ষতির হওয়ার সম্ভবনা আছে এই মুদ্রায়।

একটি বিবৃতির মাধ্যমে ব্যাংক বলেছেঃ "নামবিহীন বা ছদ্মনামে প্রতিসঙ্গীর সঙ্গে অনলাইনে ভার্চুয়াল মুদ্রায় লেনদেনের দ্বারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে।”