Finance

ঢাকায় শুরু হল ‘লেদারটেক বাংলাদেশ’

ঢাকায় শুরু হল ‘লেদারটেক বাংলাদেশ’

| | 16 Nov 2017, 05:37 am
ঢাকা, নভেম্বর ১৬ঃ আজ থেকে ঢাকায় উদ্বোধন করা হয়েছে ‘লেদারটেক বাংলাদেশ’।

চামড়াজাত পণ্য, চামড়া শিল্পের যন্ত্রাংশ ও প্রযুক্তির প্রদর্শনী হল এই 'লেদারটেক বাংলাদেশ’।


দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দেখা যায়।

তিন দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে  বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) তে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

১৫টি দেশের আড়াইশটি প্রতিষ্ঠান এইবার এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, মিশর, তুরস্ক, কোরিয়া, শ্রীলংকা ও হংকংয়, চিন ও ভারতের প্রতিষ্ঠানেরা এই প্রদর্শনীতে উপস্থিত আছেন নিজেদের সরঞ্জাম নিয়ে।

বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা এই প্রদর্শনী চলবে।

 
Image: Official website of LeatherTechBangladesh