Finance

ডেপুটি গভর্নর পদে নিয়োগ হলেন আহমেদ জামাল

ডেপুটি গভর্নর পদে নিয়োগ হলেন আহমেদ জামাল

| | 01 Mar 2018, 04:04 am
ঢাকা, মার্চ ১ঃ কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব সরকার চুক্তিতে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামালকে।

সরকার বৃহস্পতিবার একটি আদেশ জারি করেছে যাতে বলা হয়েছে যে  স্বেচ্ছায় অবসরগ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে আহমেদ জামালকে এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

উনি  ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এই পদের দায়িত্বে থাকবেন।

 

এই নিয়োগের জন্য অন্য  শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত  করা হবে বলে জানানো হয়েছে।

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান  করে গত বছর সরকার  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য একটি বাছাই কমিটির গঠন করেছিল।

 

এই কমিটির সুপারিশের ভিত্তিতেই  আহমেদ জামালকে  পদে নিয়োগ করা হয়েছে।

 

সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের চাকরিতে জামাল যোগ দিয়েছিলেন ১৯৮৪ সালে।