Finance

Farmers meets SP, express protest

Farmers meets SP, express protest

Bangladesh Live News | @banglalivenews | 28 Aug 2018, 01:15 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ২৮ : নিজেদের ক্ষেতে উৎপাদিত বিভিন্ন শাক-সবজি ও ফলমূল নিয়ে ঈশ্বরদীর সফল ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষকরা পাবনায় সদ্য যোগদানকারী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম’র সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার দুপুরে পুলিশ সুপারের সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছা. শামীমা আক্তার, সিনিয়র সহকারী কৃষকরা এসময় বলেন, কৃষকের উৎপাদিত সকল পণ্যেই বর্তমানে লোকশান হচ্ছে।

 

এরপর তা হাট-বাজারে বিক্রি করতে গেলে খাজনার নামে ইজারাদারের লোকেরা কৃষকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন শতকরা দশ টাকা।

 

এক দিনের বাচ্চাসহ একটি গরু বিক্রি করলেও খাজনা দিতে হয় এক হাজার টাকা।

 

কৃষি পণ্য বিক্রির পর কৃষকের কাছ থেকে খাজনা নেয়া সরকারের পক্ষ থেকে নিষেধ থাকলেও ইজারাদারের লোকেরা বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের ইচ্ছে মতো অধিকমাত্রায় খাজনা আদায় করছেন।