Finance

FM makes major revelation

FM makes major revelation

Bangladesh Live News | @banglalivenews | 27 Nov 2018, 06:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৭: আওয়ামী লীগের দুই মেয়াদে মন্ত্রী থাকা সময়ে তথা গত ১০ বছরের সম্পদের হিসাব দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময়ে তার সম্পদের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করে সাংবাদিকদের কাছে সম্পদের হিসাব তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এই বছরের হিসাবটা দেই, ২০১৭-১৮ ইনকাম ইয়ার, ট্যাক্স ২০১৮-১৯। টোটালি ইনকাম ১৭ লাখ ৯৭ হাজার ৩৪৮ টাকা। ট্যাক্সঅ্যাবল (করযোগ্য) ইনকাম, নন ট্যাক্সঅ্যাবল ১৬ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা, টোটাল ইনকাম ৩৪ লাখ ২৮ হাজার ৩৪১ টাকা।’


তিনি বলেন, ‘এখন দিচ্ছি টোটাল ট্যাক্স দুই লাখ ২৭ হাজার ৯২১ টাকা, এর মধ্যে এক লাখ ৫৪ হাজার ৪০০ টাকা দেয়া হয়ে গেছে, আজকের চেকটা হচ্ছে ৬২ হাজার ৪৭৮ টাকার।’
‘আমার ট্যাক্স রিটার্ন খুব কম। কারণ, হলো আমার ইনভেস্টমেন্ট আছে, সেখান থেকে যথেষ্ট লেস ট্যাক্স দেই। ওয়েজ অর্নার বন্ড থেকে পাই ২ লাখ ৬২ হাজার ৯৭৮ টাকা, সরকারের কাছে থেকে অ্যালাউন্স ১০ লাখ ৬৭ হাজার ৫৮০ পাই, পেনশনে থেকে এক লাখ ২৫ হাজার ৩৪২ টাকা, ইউএস ডলার বন্ড থেকে এক লাখ ৫৮ হাজার ১৭০ টাকা, এরপর আছে ডিভিডেন্ট ইনকাম ১৬ হাজার ৯২৩ টাকা। টোটাল ১৬ লাখ ৩০ হাজার ৯৯৩ টাকা হলো নন ট্যাক্সঅ্যাবল।’


অর্থমন্ত্রী বলেন, ‘অ্যাসেটটা বলি, ১০ বছরের হিসাব করা হয়েছে। ১০ বছর আগে আমি যখন মন্ত্রী হই তখন আমার অ্যাসেট ছিল এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকা, আর আজকে মানে গত ৩০ জুন, এটা হয়েছে ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৪৯৭ টাকা। ইয়েস, এক কোটি ১৩ লাখ টাকা, যু ছিল ঠিক ততটাই বেড়ে গেছে এ ১০ বছরে।’


তিনি বলেন, ‘১০ বছরের টোটাল ইনকাম সেটাও আছে, ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত ৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৬৫০ টাকা, আর এতে অ্যাসেটস ইনক্রিজ হয়েছে এক কোটি ১৩ লাখ ৩২ হাজার ৪৬১ টাকা। এক্সপেনডিচার আছে। দিস ইজ মাই সিচুয়েশন। আমি তো আমার ট্যাক্স রিটার্ন পাবলিকলি সাবমিট করছি ফর সেভারেল ইয়ার্স, ১০ বছর এ রুমে বসে বসে।’