Finance

ইলিশ রপ্তানির অনুমোদন দেবে সরকারঃ মন্ত্রী

ইলিশ রপ্তানির অনুমোদন দেবে সরকারঃ মন্ত্রী

| | 08 Jan 2018, 07:26 am
ঢাকা, জানুয়ারি ৮ঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ জানিয়েছেন যে আগামীদিনে পাচার বন্ধের জন্য জাতীয় মাছ ইলিশ রপ্তানির ওপর যে আরোপিত নিষেধাজ্ঞা আছে তা তুলে নেওয়া হবে।

আজ সাংবাদিকদের মন্ত্রী এই বিষয় জানিয়েছেন।

 

মন্ত্রী বলেনঃ "আমরা ইলিশ রপ্তানির দিকে যেতে চাচ্ছি। আমাদের যেহেতু উৎপাদন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও আছে। সে জন্য আমরা কিছুটা রপ্তানি করতে চাই। রপ্তানির অনুমতি না দিলেও এ মাছ বিভিন্ন চোরাইপথে চলে যায়। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র।"

 

উনি আরও বলেনঃ "তাই আমরা যদি রপ্তানি করি, পথটা যদি ওপেন করে দেওয়া হয়, তবে গোপনে যাওয়ার পথ সংকুচিত হবে।"

 

সরকার ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছিল।

 

তবে, একই বছরে ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল সরকার।

 

ইলিশের উপরে নিষেধাজ্ঞা এখনও আছে।

 

উনি বলেন বড় মাছ গোপন পথে রপ্তানি হচ্ছে এই বিষয়টি আটকাতে হবে।

 

"বড় মাছ বাজারে আনতে হলে গোপন পথটি বন্ধ করতে হবে, আমাদের সদর পথটি চালু করতে হবে," উনি বলেন।

 

নৌ পুলিশ, নৌবাহিনীসহ বিভিন্ন এজেন্সি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ইলিশ গোপন পথে পাচার করবার পথটি বন্ধ করবার কাজ করছে।