Finance

 ভ্যাটের হার কমাবেন সরকার, ইঙ্গিত দিলেন মন্ত্রী

ভ্যাটের হার কমাবেন সরকার, ইঙ্গিত দিলেন মন্ত্রী

| | 10 May 2017, 08:16 am
ঢাকা, মে ১০ঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ দেশের ব্যবসায়ীদের কিছু স্বস্তির কথা জানিয়েছেন।

উনি জানিয়েছেন যে ভ্যাট আইনে সংশোধন করে হার নামিয়ে আনা হবে।


তবে নতুন হার কি হবে তা উনি বলেননি।

 

ব্যবসায়ীদের দাবির কথা মাথায় রেখে ২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’ কার্যকর হওয়ার কথা গত বছরের ১ জুলাই থেকে  থাকলেও তা হয়নি।

 

উনি বলেন দেশের ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি ‘স্বস্তিদায়ক হার’ নির্ধারণ করা  হবে।

 

মন্ত্রী বলেনঃ "তবে হার কত হবে বলতে পারব না। সেটা বাজেটে বলব।”

 

মন্ত্রী এই কথাগুলি আজকে  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’ এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিদকের সাথে কথা বলবার সময় বলেছেন।