Finance

বাংলাদেশে শুরু হল ৪ জি যুগ

বাংলাদেশে শুরু হল ৪ জি যুগ

| | 20 Feb 2018, 08:13 am
ঢাকা, ফেব্রুয়ারি ২০ঃ অবশেষে বাংলাদেশ আজ এক নতুন যাত্রা শুরু করেছে।

সোমবার ৪ জি  বা চতুর্থ প্রজন্মের মোবাইল-ইন্টারনেট সেবার লাইসেন্স গ্রহণ করেছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক ও টার ফলে নতুন পথে দেশ যাত্রা শুরু করেছে।

 

ঢাকা ক্লাবে সোমবার এক অনুষ্ঠানে মোবাইল ফোন অপারেটর প্রধানদের হাতে এ সংক্রান্ত লাইসেন্স হস্তস্থানেক্রা হয়েছে।

 

এই স্মত উপস্থিত ছিলেন  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা।

 

এই নতুন পদক্ষেপে দেশে  ইন্টারনেট পরিষেবা আরও গতি পাবে।

 

পাশাপাশি, গ্রাহকেরা আরও সুবিধা পাবে।

 

অনুষ্ঠানে, এই লাইসেন্সগুলি নেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, রবি’র এমডি এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা  এরিক অস, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস।

 

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেনঃ " টেলিযোগাযোগ সেবার মান নিয়ে অনেক প্রশ্ন আছে। ফোর-জি সেবা চালুর মাধ্যমে এ সেবার মান অনেকটাই উন্নত হবে। গ্রাহকদের বলব, আগে ফোর-জি ব্যবহার করুন, তারপর এ বিষয়ে মন্তব্য করুন।"

 

বাংলাদেশের এই নতুন রূপে সাজানোর মূল কাণ্ডারি সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওনার সরকার।

 

ওনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

 

নতুন প্রয়াশগুলি বাস্তবায়ন করতে ব্যস্ত উনি।

 

সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে তিনটি খুব সুন্দর খবর দিয়েছেন।

 

" আজ থেকে ফোর-জি যুগে প্রবেশ করল," হাসিনা দেশের মানুষকে দারুণ একটি খবর দেন সোমবার।

 

উনি আরও জানান যে  বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রস্তুতি শেষ হয়েছে।

 

"আকাশপথে সরাসরি কার্গো পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার," হাসিনা বলেন।

 

" একসঙ্গে তিনটি ভালো সংবাদ দিলাম," হাসিনা বলেন।

 

এতদিন বাংলাদেশে ৩ জি যুগে ছিল।

 

Image: Wikimedia Commons