Finance

সরকারি অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে নির্দেশ দিলেন হাসিনা

সরকারি অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে নির্দেশ দিলেন হাসিনা

| | 04 Aug 2016, 03:06 pm
ঢাকা, আগস্ট ৪- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কর্মীদের নির্দেশ দিয়েছেন যে সরকারি অর্থ যেন জনগণের কল্যাণে ব্যয় করা হয়।

উনি বলেন যে খরচ করলে কতটা মানুষের উন্নতিতে কাজে আসবে তা মাথায় রাখতে হবে।

 

"কতটুকু দেশের উন্নতি হবে আর এর সুফল মানুষ কতটুকু পাবে সে হিসাবটাই আমাদের মাথায় রাখতে হবে," হাসিনা বলেছেন।

 

"অর্থের যেন অপব্যবহার না হয়," উনি বলেন।

 

নিজের বক্তব্য রাখার সময় হাসিনা বার্ষিক উন্নয়ন প্রকল্পের ৯০ ভাগ নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তুলে ধরে বলেন, " এ অর্থটা আমাদের তাই এটি যেন অপচয় না হয়।"

 

উনি দেশের মানুশকে উদ্দেশ্য করে বলেন যে তারা যেন সরকারি টাকাকে জনগণেরই সম্পদ হিসেবে ভাবেন।

 

"জনগণেরই কল্যাণে কাজ হবে," হাসিনা বলেন।

 

এই কথাগুলি উনি  ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেছেন।