Finance

 রবি’র কর্পোরেট সেবা নেবে কক্সবাজার’র ফুয়াদ আল খাতিব হাসপাতাল

রবি’র কর্পোরেট সেবা নেবে কক্সবাজার’র ফুয়াদ আল খাতিব হাসপাতাল

| | 25 Jan 2018, 11:15 am
ঢাকা, জানুয়ারি ২৫ঃ দেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজারের শীর্ষস্থানীয় ফুয়াদ আল খাতিব হাসপাতাল মোবাইলফোন অপারেটর রবি’র কর্পোরেট সেবা গ্রহণ করবে।

এ জন্য দু’পক্ষের মধ্যে সম্প্রতি কক্সবাজারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

 

চুক্তি অনুসারে, ফুয়াদ আল খতিব হাসপাতাল রবি’র আকর্ষণীয় প্যাকেজ ডেটা, ভ্যালু অ্যাডেড সার্ভিস ও অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করবে।

 

রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস মোঃ আদিল হোসেন এবং ফুয়াদ আল খাতিব হাসপাতালের ডিরেক্টর ড. মো. শাহ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এ সময় রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ম্যানেজার মো. মেজবাহ উদ্দিন, ফুয়াদ আল খাতিব হাসপাতালের এজিএম (অ্যাকাউন্টস) মোহাম্মাদ ইকবাল বাহার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) সাইফুদ্দিন খালেদ উপস্থিত ছিলেন।