Finance

আগামী দুই বছর ভ্যাট বদলাচ্ছে না, জানালেন হাসিনা

আগামী দুই বছর ভ্যাট বদলাচ্ছে না, জানালেন হাসিনা

| | 28 Jun 2017, 09:15 am
ঢাকা, জুন ২৮ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, ভ্যাট আইনের কার্যকারিতা দেশের সরকার দুই বছরের জন্য স্থগিত করেছেন।

আজক এই বিষয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সংসদে বাজেট আলোচনার সময় উনি এই কথাগুলি বলেন।

 

হাসিনা বলেনঃ "এটা আগের মতোই থাকবে।"

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগে এই আইনের কার্যকর হওয়ার জন্য জুলাই ১  তারিখের উপরে অনড় ছিলেন।

 

প্রসঙ্গত, মন্ত্রী নিজে  পণ্য বিক্রির উপর ১৫ শতাংশ ভ্যাট ধরেই ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট গত ১ জুন সংসদে প্রস্তাব করেছিলেন।

 


তবে সবার কথা মাথায় রেকেহে, হাসিনা সরকার আজকের ঘোষণা করেছেন।

 

"ব্যবসায়ীরা তাতে সাড়া দিচ্ছেন না...আগামী দুই বছরের জন্য বর্তমান পদ্ধতিতেই ভ্যাট আদায় বজায় রাখবেন," উনি বলেন।

 

দুই বছর পরে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।