Finance

রবি ও ই.জি. স্যালারি’র সমঝোতা চুক্তি সই

রবি ও ই.জি. স্যালারি’র সমঝোতা চুক্তি সই

| | 06 Apr 2016, 11:28 am
ঢাকা, এপ্রিল ৪: আরএমজি খাতে মোবাইল ফোনের মাধ্যমে বেতন প্রদানকারী সংস্থা ই. জি. স্যালারি’র সাথে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

চুক্তির আওতায় ই. জি স্যালারি লিমিটেড বিশেষ সুবিধাসম্বলিত সিম সংযোগ ও বাল্ক এসএমএস সেবা উপভোগ করতে পারবে। এর ফলে আরএমজি খাতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস-ভিত্তিক (এমএফএস) বেতন-ভাতা প্রদান ব্যবস্থাপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একযোগে কাজ করবে রবি।

রাজধানীতে রবি’র কর্পোরেট অফিসে অপারেটরটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে ও ই. জি. স্যালারি’র চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম এ বিষয়ক চুক্তিপত্র বিনিময় করেন। এসময় ই. জি স্যালারি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহসিন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া উপস্থিত ছিলেন ই. জি. স্যালারি’র ডিরেক্টর মো. আমিনুল ইসলাম ও ডিরেক্টর সুমাইয়া মৌসিনিন এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেইন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম ও কি অ্যাকাউন্ট ম্যানেজার চৌধুরী রাইসা সুলতানা।