Finance

No celebration of Bengali New Year will lead to loss of 2000 crore Taka

No celebration of Bengali New Year will lead to loss of 2000 crore Taka

Bangladesh Live News | @banglalivenews | 03 Apr 2020, 02:17 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ৩ : বাঙালি সংস্কৃতির সবচেযয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতিবছরই রঙিন পোশাক আর নানা পণ্যের বেচাকেনায় চলে রমরমা ব্যবসা-বাণিজ্য।

কিন্তু করোনা ভাইরাসের থাবায় এবার সব বিলিন হয়ে যাচ্ছে। সরকার ইতিমধ্যে বৈশাখী অনুষ্ঠান স্থগিত করেছে।

ফলে এ বছর নববর্ষ উপলক্ষে ব্যবসা করার সুযোগ নেই। তাই করোনার আঘাত সরাসরি পড়েছে বৈশাখের বাণিজ্যে।

এতে শুধু দেশীয় পোশাক খাতে দুই হাজার কোটি টাকা ক্ষতি হবে আশংকা করা হচ্ছে।


ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বছরের দুটি বড় উৎসব ঈদ ও পহেলা বৈশাখ।

এ সময়ে পোশাকের কেনাবেচা জমে উঠে। ফলে সারা বছরই এ দুটি উৎসবকে কেন্দ্র করে চলে বিভিন্ন প্রস্তুতি। তৈরি করা হয় রঙ বেরঙের নতুন নতুন ডিজাইনের নানা পোশাক।

যার প্রস্তুতি এবারও প্রায় শেষ। বেচাকেনায় জন্য চলছে নানা আয়োজন। এ মুহূর্তে এসে করোনা ভাইরাসের আঘাতে সব বন্ধ হয়ে গেছে। বৈশাখী বাণিজ্য এবার শেষ। এমন অবস্থায় ব্যবসায়ীদের মাথায় হাত। করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে পহেলা বৈশাখের পর ঈদ বাণিজ্যেও বিপর্যয়ের মুখে পড়বেন দেশীয় ফ্যাশন উদ্যোক্তারা।