Finance

No problem will occur around daily commodity goods: Minister

No problem will occur around daily commodity goods: Minister

Bangladesh Live News | @banglalivenews | 18 Mar 2020, 08:56 am
ঢাকাঃ  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ বলেছেন যে করোনাভাইরাসের কারণে নিত্যপণ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

পণ্যের সঙ্কট হবে না জানিয়ে উনি বলেছেন যে দেশে এইবার ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি বেশি হয়েছে।

উনি মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনতে বারণ করেছেন।

 

“করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় জনগণ আতঙ্কিত হয়ে গেছেন। তারা হঠাৎ করে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য ক্রয় করছে। তাই গত দুই দিনে খুচরা বাজারে দামে কিছুটা প্রভাব পড়েছে। গত দুই দিন এ অস্থিরতা তৈরি হয়েছে," উনি সংবাদ মাধ্যমকে বলেন।

 

উনি জানান যে দেশের পাইকারি বাজারে পণ্যের দাম বাড়েনি।

 

“কোনো পণ্যের মজুদ-সরবরাহ কম নেই। অতিরিক্ত পণ্য কিনে অহেতুক বাজারে অস্থিরতা তৈরি করবেন না। প্রত্যেকটি পণ্যের যথেষ্ট মজুদ আছে। জনগণ মনে করতে পারে সমস্যা হবে, কিন্তু আসলে কোনো সমস্যা হবে না," মন্ত্রী বলেন।

 

“কারণ করোনাভাইরাসের কারণে নিত্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়েনি। বরং অন্যন্য বছরের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ আমদানি বেশি হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কিছু নেই," উনি সংবাদ মাধ্যমকে বলেন।