Finance

জুন থেকে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন দাম এখন স্থগিত করল আদালত

জুন থেকে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন দাম এখন স্থগিত করল আদালত

| | 28 Feb 2017, 06:38 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৮ঃ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, হাইকোর্ট আজ ১ জুন থেকে দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছেন।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আদেশ্তি দিয়েছেন।

বৃহস্পতিবার থেকে বাড়ানো হয়েছে দেশের গ্যাসের দাম।

গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
 
নতুন দাম কার্যকর হলে গৃহস্থালি খাতে প্রথম দফায় আগামী ১ মার্চ থেকে এক চুলার মাসিক বিল হবে ৭৫০ টাকা।
 
অন্যদিকে, দুই চুলার দাম হবে ৮০০ টাকা।
 

আগামী ১ জুন থেকে দ্বিতীয় দফায় মাসিক বিল এক চুলার ক্ষেত্রে গ্রাহকদের দিতে হবে ৯০০ টাকা এমনটি জানানো হয়েছিল।
 

দুই চুলার ক্ষেত্রে ৯৫০ টাকা দিতে হবে ওনাদের।

 
১ মার্চ থেকে সিএনজির দাম প্রতি ঘনমিটার হতে চলেছে ৩৮ টাকা।
 

অন্যদিকে, ১ জুন থেকে তা হবে  ৪০ টাকা।