Finance

প্রস্তাবিত আইন পাস হলে ব্যাংক পরিচালনায় একই পরিবারের চারজন থাকতে পারবেন

প্রস্তাবিত আইন পাস হলে ব্যাংক পরিচালনায় একই পরিবারের চারজন থাকতে পারবেন

| | 08 May 2017, 12:10 pm
ঢাকা, মে ৮ঃ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে, আজকে দেশের মন্ত্রীসভা ব্যাংক কোম্পানি আইন দ্বারা পরিচালিত ব্যাংকে একই পরিবারের চারজনকে পরিচালক নিয়োগের বিধান যুক্ত করে আইনটি সংশোধনের জন্য অনুমোদন দেন।

ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৭-এর খসড়াটি আজকে নীতিগত অনুমোদন পায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে।

 

এই বৈঠকের সভাপতিত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজকের এই বৈঠক ও এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয় সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

 

এখনকার নিয়ম অনুযায়ী, এই ব্যাংকগুলিতে এক পরিবারের সর্বোচ্চ দুজন পরিচালক হতে পারেন।

 

প্রস্তাবিত এই আইনের পাস হওয়ার পর থেকে দুই থেকে তখন  চারজন পরিচালক হতে পারবেন।

 

প্রসঙ্গত, পরিচালকদের মেয়াদও প্রস্তাবিত আইনে বাড়ানো হয়েছে।