Finance

জানুয়ারিতে ফোর জী মন্ত্রী

জানুয়ারিতে ফোর জী মন্ত্রী

| | 29 Nov 2017, 09:25 am
ঢাকা, নভেম্বর ২৯ঃ দেশের টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর তারা ফোরজি সেবার লাইসেন্স ও তরঙ্গ নিলামের নীতিমালা পেয়ে গেছে।

টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম আশা প্রকাশ করেছেন যে এই সেবা জানুয়ারি মাসেই চালু হবে।

 

“প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর সংশোধিত নীতিমালা বুধবার টেলিযোগাযাগ বিভাগে এসেছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। আশা করছি, আগামী জানুয়ারি থেকে ফোর-জি সেবা শুরু করতে পারব" মন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।

 

প্রসঙ্গত, বিটিআরসি গত মে মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ফোরজি লাইসেন্সের খসড়া নীতিমালা প্রস্তুত করে পাঠিয়েছিল।

 

ফোর-জির বিষয়ে অপারেটররা ২৩টি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন ও  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অপারেটরদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।