Finance

Vegetable prices reduce in Bangladesh

Vegetable prices reduce in Bangladesh

| | 03 Apr 2018, 10:46 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা এপ্রিল ৪: নরসিংদী জেলার শাকসবজির খ্যাতি রয়েছে দেশজুড়ে। এখানকার উৎপাদিত শাকসবজির প্রায় ৭০ ভাগই সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। রফতানি করা হয় বিদেশেও।

বলতে গেলে এই বাজারই নিয়ন্ত্রন করে সারা দেশের শাক-সব্জির বাজার।

 

ক’দিন আগেও রাজধানীসহ সারা দেশের বাজাওে সব্জির দাম ছিল বেশ চড়া।

 

কিন্তু হঠাৎ করে নরসিংদিতে বেগুনের বাম্পার ফলন হওয়ায় এর প্রভাব পড়েছে সব সব্জিতেই।

 

বেগুনের দাম কমতে কমতে এখন একেবারে নাই হয়ে গেছে।

 

বেগুন বাজারে আনলেই লোকসান।

 

পরিবহন খরচও ওঠে না।

 

সেই সংগে অন্যান্য সব্জির দামও রোজ কমছে।


কৃষকরা জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি বেগুন ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি করতে পারলেও গত এক মাস ধরে বেগুনের দরপতন ঘটেছে।

 

প্রতি কেজি বেগুন ২ থেকে ৩ টাকায় অর্থাৎ মণপ্রতি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

 

সার, কীটনাশক ও শ্রমিক খরচসহ প্রতি কেজি বেগুনের উৎপাদন মূল্য দাঁড়ায় ১০ থেকে ১৫ টাকা।

 

এছাড়া এসব বেগুন বাজারে আনতে পরিবহন খরচও যুক্ত হয়। এক মাস ধরে বেগুনের ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচ দূরে থাক, পরিবহন খরচও উঠাতে পারছেন না কৃষকরা।

 

একই সঙ্গে কমে গেছে লাউসহ অন্যান্য সবজির দামও। এক মাসে আগে প্রতি পিস লাউ বিক্রি করা যেত ১০ থেকে ১৫ টাকায়।

 

এখন প্রতি পিস লাউ বিক্রি করতে হচ্ছে ৩ থেকে ৪ টাকায়। এতে সার, কীটনাশক ও মজুরি খরচ মেটাতে না পেরে বিপাকে পড়েছেন বেগুন চাষিরা।

 

চলতি মৌসুমে নরসিংদী জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে বেগুনসহ বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।

 

Image: Wikimedia Commons