Finance

রিজার্ভ চুরিঃ অর্থ ফিরে পাওয়ার বিষয় আশাবাদী মন্ত্রী

রিজার্ভ চুরিঃ অর্থ ফিরে পাওয়ার বিষয় আশাবাদী মন্ত্রী

| | 04 Dec 2016, 09:16 am
ঢাকা, ডিসেম্বর ৪ঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার বলেছেন যে উনি মনে করেন যে রিজার্ভের চুরি হয়ে যাওয়া পুরো অর্থ ফিলিপাইন থেকে ফেরত পাবে দেশ।

উনি সাংবাদিকদের জানান যে এই বিষয় বাংলাদেশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

উনি বলেন এই চুরির বিষয় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন দায়ি ও তাদের অর্থ ফেরত দিতে হবে।

 

"রিজাল ব্যাংককে সেটা মানতেই হবে," মন্ত্রী সাংবাদিকদের বলেন।

 

এখনও পর্যন্ত প্রায় ১৫ মিলিয়ন ডলার ফিরে পেয়েছে বাংলাদেশ, মন্ত্রী জানান।