Finance

উদ্ধার হওয়া ডলার জমা হল দূতাবাসে

উদ্ধার হওয়া ডলার জমা হল দূতাবাসে

| | 12 Nov 2016, 09:26 am
ঢাকা, নভেম্বর ১২ঃ ফিলিপাইনে বাংলাদেশের দূতাবাসে শনিবার সেই দেশের উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার জমা দেওয়া হয়েছে।

এই অর্থটি গতকাল গ্রহণ করেছিলেন ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের টিম।

 

এই অর্থটি রিজার্ভ থেকে হ‌্যাকিংয়ের মাধ‌্যমে চুরি হয়েছিল।

 

তবে, এখনও পর্যন্ত খোয়া যাওয়া অর্থের পাঁচ ভাগের এক ভাগেরও কম অংশ এই দেশ ফেরত পেয়েছে।

 

হদিস পাওয়া যায়নি বাকি অর্থের।

 

ফিলিপাইনের আদালত সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে এই উদ্ধার হওয়া টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছিল।

 

অর্থ উদ্ধার করা হয়েছিল ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

Representational Image of Bangladesh Taka: Wikimedia Commons