Finance

বাংলাদেশকে নিয়ে আশাবাদী মার্ক

বাংলাদেশকে নিয়ে আশাবাদী মার্ক

| | 12 May 2015, 02:25 pm
ঢাকা, মে ১২- দেশের মোবাইল অপারেটর রবিতে ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্প চালু করবার পরে অনলাইন যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন যে এই পরিষেবা বিশ্বকে সংযুক্ত করার দিকে আরও এক পদক্ষেপ এগিয়ে নিয়ে গেল।

"আমরা বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট ওআরজি চালু করতে পেরেছি! বিশ্বকে সংযুক্ত করার আরও একটি পদক্ষেপ নেওয়া হল,"

 

জাকারবার্গ নিজের ফেসবুক পেজে এই কথাটি লিখেছেন।

 

উনি বলেন যে বাংলাদেশের ১৭ কোটি মানুষ থাকলেও এখানে মাত্র ১০ শতাংশের কম মানুষ ইন্টারনেট ব্যভার করেন।

 

উনি বলেন যে গবেষণা বলেছে যে প্রতি ১০ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অন্তত একজন দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন।

 

 

জাকারবার্গ বলেন যে বাংলাদেশে এক কোটির বেশি মানুষকে ইন্টারনেট পরিষেবার মাধ্যমে দারিদ্র্য থেকে বের করে আনা যায়।

 

উনি নিজের এই লেখায় ফটো সাংবাদিক জয়িতা রায়ের ছবিও ব্যবহার করেছেন।