Finance

১৫ শতাংশ ভ্যাট থাকছে, জানালেন অর্থমন্ত্রী

১৫ শতাংশ ভ্যাট থাকছে, জানালেন অর্থমন্ত্রী

| | 27 May 2017, 11:13 am
ঢাকা, মে ২৭ঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবার একবার ভ্যাটের সংখ্যাটি ১৫ শতাংশ রাখার কথা বলছেন।

আগে, উনি বলেছিলেন যে ভ্যাটের হার কমানো হতে পারে।

 

আজ সাংবাদিকদের উনি বলেনঃ"অনেক আলোচনা করে আমরা শেষ পর্যন্ত ভ্যাটের হার ১৫ শতাংশই রাখছি।”

 

৩০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার আছে দেশে ও ৩০ লাখ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে ৩ শতাংশ ভ্যাট এই মুহূর্তে প্রযোজ্য আছে।

 

তবে, সেই সীমা  ১ কোটি ২০ লাখ টাকা বা তার বেশি করা হতে পারে বলে জানিয়েছেন উনি।

 

উনি জানান এই ক্ষেত্রে ভ্যাটের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪ বা ৫ শতাংশ হতে পারে।

 

"বাজেটে ছোট ব্যবসায়ীদের বিশেষ ছাড় দিচ্ছি," জানান মন্ত্রী।

 

উনি বলেন দেশের মাটিতে ভ্যাট দেন মাত্র ২৫ থেকে ২৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠান।

 

যদিও, বাংলাদেশে আট লাখ নিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান আছে।

 

এই বিষয়, মন্ত্রী বলেনঃ "এই সংখ্যা আমরা আগামী বছর দ্বিগুণ বাড়িয়ে ৫০ হাজারে নিয়ে যেতে চাই।"

 

মন্ত্রী আগামী ১ জুন বাজেট বক্তৃতা দেবেন।