Finance

জনবহুল স্থানে ওয়াইফাই সুবিধা দেবে সরকার

জনবহুল স্থানে ওয়াইফাই সুবিধা দেবে সরকার

| | 29 Mar 2018, 06:10 am
ঢাকা, মার্চ ২৯: সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর, বাস ও ট্রেন স্টেশনসহ সব ধরণের জনবহুল স্থানে চলতি বছরেই ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করবে সরকার।

বুধবার  এক কর্মশালায় এ মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।


কর্মশালায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এ টু আই বিভাগ জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে কম খরচে ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে সব ধরণের সহায়তা দেবে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি জোট অ্যালায়েন্স ফর অ্যাফোরড্যাবল ইন্টারনেট- এ ফর এ আই।


এ সময়, ২০২০ সালের মধ্যেই সারাদেশে ফাইভ জি নেটওয়ার্ক চালুর আশা প্রকাশ করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, লক্ষ্য পূরণে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার-আইএসপি পৌছানোর কাজ শুরু করেছে সরকার।


মোস্তাফা জব্বার বলেন, 'আপনারা ৪জি যুগে প্রবেশ করেছেন, এবার আমাদের সামনের টার্গেট ৫জি, আশা করছি ২০২০ সালের মধ্যেই আমরা তা দিতে পারবো।'


'যে পরিকল্পনাটি আমরা এরই মধ্যে সফলভাবে বাস্তবায়ন করতে যাচ্ছি তা হলো, সরকারি বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, বিমানবন্দর কিংবা দেশের সব ধরণের জনবহুল উন্মুক্ত স্থানে আমরা ফ্রি ওয়াইফাই হটস্পট চালুর দোরগোড়ায় পৌঁছেছি। সব কাজ প্রায় শেষ, আশা করছি এ বছরের ডিসেম্বরেই এ সুবিধা পাবে নাগরিকরা।'

 

Image: Internet Wallpaper