World

Coronavirus origins from China: Over 300 die

Coronavirus origins from China: Over 300 die

Bangladesh Live News | @banglalivenews | 02 Feb 2020, 11:28 am
বেইজিংঃ চীনের শহর থেকে দ্রুত ছড়িয়ে চলেছে  প্রাণঘাতী করোনাভাইরাস আর আজ তাতে  ফিলিপাইনে মারা গেছেন এক ব্যাক্তি।

এই প্রথমবার চীনের মাটির বাইরে এই করোনাভাইরাসের ফলে মৃত্যু হল মানুষের।

 

ফিলিপাইনের সরকার এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

দেশের সরকার জানিয়েছেন মৃত এই ব্যাক্তির বয়স ৪৪ ও উনি চীনের নাগরিক।

 

চীনের হুবেই প্রদেশের উহানে ওনার বাড়ি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছেন যে উনি চীন থেকে ফিলিপাইনে আসার পর মারা গেছেন।

 

ফিলিপাইনে আসার আগেই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বলেই সেই দেশের সরকার আজ জানিয়েছেন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

ম্যানিলার একটি হাসপাতালে উনি চিকিৎসাধীন ছিলেন।

 

প্রাণঘাতী নতুন করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর ও এখনও পর্যন্ত সেই দেশে ৩০০ এর উপরে মানুষ প্রাণ হারিয়েছেন।

 

চীন থেকে ছড়িয়ে গেছে এই রোগ বহু দেশের শহরে।

 

শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশটিতে ১৪ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়েছে।  

 

এই  ভাইরাসের ফলে পৃথিবীর বহু দেশ চীনে সফরের উপরে নিষেধাজ্ঞা জারি করে চলেছে।

 

প্রসঙ্গত, এই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ও ক্ষতির কথা মাথায় রেখে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও।