Finance

1 crore Bangladesi farmers to open bank accounts by depositing Rs. 10

1 crore Bangladesi farmers to open bank accounts by depositing Rs. 10

Bangladesh Live News | @banglalivenews | 01 Apr 2019, 11:37 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, এপ্রিল ২: ১০ টাকায় এক কোটি এক লাখ ১৯ হাজার ৫৮৪টি ব্যাংক হিসাব খুলেছেন কৃষকরা। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকসহ মুহা. ইমাজ উদ্দিন প্রাং, আব্দুলল মান্নান, মো. মামুনুর রশীদ কিরণ, আনোয়ারুল আবেদীন খান, জয়া সেনগুপ্তা এবং হোসনে আরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ বিশ্বে পাট উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু ও পেয়ারা উৎপাদনে অস্টম এবং খাদ্যশস্য উৎপাদনে দশম স্থান অর্জন করেছে।


আরও জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গত ১০ বছরে গম, ভুট্টা, আলু, ডাল, তেলবীজ, শাকসবজি, ফুল ও মসলাসহ বিভিন্ন ফসলের ২০১টি উচ্চ ফলনশীল উন্নত জাত ও হাইব্রিড এবং ২৫০টি উন্নত ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে।


এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অদ্যাবধি ৪ লাখ ৬৫ হাজার ৩৩১ জন উপকারভোগী কৃষকের মাঝে ১২২৬৩.০২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়।